মোস্তাফা জব্বার মন্ত্রী হওয়ায় আনন্দে ভাসছে খালিয়াজুরী





মোস্তাফা জব্বার (ছবি: প্রতিনিধি)হাওর জনপদের সন্তান ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে মন্ত্রিসভার সদস্য করায় আনন্দে ভাসছে নেত্রকোনার খালিয়াজুরী এলাকা। সরকারের চলমান মেয়াদের শেষ বছরে এসে টেকনোক্র্যাট কোটায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তাকে ঘিরেই এখন সম্ভাবনার স্বপ্ন দেখতে শুরু করেছে হাওরের লোকজন।

স্থানীয়রা জানান, হাওরের মানুষের দুঃখ দেখার কেউ নেই। সম্প্রতি বন্যায় এই অঞ্চলের প্রায় শতভাগ ফসলের ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ অঞ্চল সফর করে সেই ক্ষতি দেখে গিয়েছেন। ওই সময় তিনি হাওর রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণাও দেন। এর আগেও হাওরে আরও অনেকেই অনেক আশ্বাস-প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেগুলো পূরণ হয়নি। জনপ্রতিনিধি বদলালেও হাওরবাসীর ভাগ্য বদলায়নি বলে অভিযোগ তাদের। তাই প্রধানমন্ত্রী হাওরের সন্তানকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন বলে তাকে ঘিরেই নিজেদের দুঃখ ঘোচানোর আশা করছেন হাওরবাসী।
মোস্তাফা জব্বারের ছোট ভাই খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের পরিবার নয়, সমগ্র হাওরবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হাওরের মানুষকে ফসলহানির পর এমন একটি খুশির খবর দিলেন। এই খবর শুনে হাওরের মানুষরা অনেক খুশি।’ মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া ভাই হাওরের অবহেলিত মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন বলেও জানান কিবরিয়া।
নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার বলেন, ‘মোস্তাফা জব্বার মন্ত্রী হওয়াতে আমাদের গোটা নেত্রকোনার মানুষ খুশি। সেইসঙ্গে আমার জেলার হাওরপাড়ের যে কৃষক সমাজ রয়েছে, তারাও নতুন করে স্বপ্ন দেখছে। হাওরের বন্যার কারণে যে কোটি কোটি টাকার ফসলহানি হয়, তা রোধ করতে মোস্তাফা জব্বার একটি সমাধান বের করবেন বলেই আশা সবার।’
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার, সেটা বাস্তবায়নে অন্যতম ভূমিকা পালন করেছেন মোস্তাফা জব্বার। তাই আমি মনে করি, তাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় সেই কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। এতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগসহ গোটা জেলার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
মোস্তাফা জব্বার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়। তার ছোট ভাই কিবরিয়া জব্বার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। সবার ছোট ভাই রব্বানী জব্বার ঢাকার আনন্দ কম্পিউটারের কর্ণধার।