বিজয় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ময়মনসিংহে ট্রেনে আগুনময়মনসিংহ রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় চার জনকে আসামি করে জিআরপি থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। জিআরপি থানা পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলাটি করেছেন। এই ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- গফরগাঁওয়ের স্বল্পছাপিলা গ্রামের আক্রাম খানের ছেলে মইন উদ্দিন খান (৩২), আতাউর রহমান খানের ছেলে তুষার খান (১৯), নেত্রকোনার মদন থানার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল গফুর আকন্দের ছেলে বাছির আকন্দ (২০) ও পাটগুদাম এলাকার দুলাল মিয়ার ছেলে রাজন মিয়া (২২)। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে ময়মনসিংহ এক নম্বর আমলী আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জিআরপি থানার ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর নাশকতা ও জনমনে আতঙ্ক ছড়াতে পেট্রোল ঢেলে ট্রেনের বগিতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বগির বেশ কয়েকটি সিট পুড়ে যায়।