নেত্রকোনায় জঙ্গি সংগঠনে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ২

গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমূর ইলাহী বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে, জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে হাফেজ বেলায়েত হোসেন ও জয়পুর পশ্চিমপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ হাফিজুর রহমান। তাদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে হবে।

অভিযান চলাকালে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে জামায়াতে ইসলামী সংক্রান্ত ৯টি বই ছাড়াও রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বেশ কিছু বই উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নেত্রকোনার মোহনগঞ্জের এই দুই যুবক জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে রাষ্ট্রবিরোধী কাজে সম্পৃক্ত রয়েছে এমন তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে গতকাল ভোর ৫টার দিকে জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় দেশের প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘এদের বিরুদ্ধের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে এবং অধিকতর তথ্য প্রাপ্তির জন্য আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার দায়িত্বশীল কোনও নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি।