শেরপুরে দুই কোচিং সেন্টার বন্ধ





ভ্রাম্যমাণ আদালতের অভিযানশেরপুরে দুইটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কোচিং সেন্টার সংশ্লিষ্ট মোট ১৭ জনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

কোচিং সেন্টার দুইটি হলো-‘সাত রং’ ও ‘রংধনু’।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তারপরও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শেরপুরের বিভিন্ন স্থানে বিশেষ ক্লাসের নামে কোচিং চলছিল। সোমবার শহরের মাধবপুর এলাকায় সাত রং কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এসময় কোচিং সেন্টারের পরিচালক হারুন অর রশিদ সুমনসহ অন্যান্য শিক্ষকরা তাদের কার্যক্রম বন্ধ রাখার লিখিত মুচলেকা দেন। তাদের সতর্ক করে দেওয়াসহ কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শহরের তেরাবাজার এলাকায় অভিযান চালিয়ে রংধনু কোচিং সেন্টারের পরিচালক হাফিজুল ইসলাম ও এনামুল হকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে সেটিও বন্ধ করে দেওয়া হয়।’
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অহনা জিন্নাত ও সদর থানার এসআই ফজলু হক উপস্থিত ছিলেন।