মদনে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩৮

নেত্রকোনানেত্রকোনায় শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে। বুধবার সকালে নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত রিমা, সজিত, আল্লাদ, আখির, হৃদয়, আমিনুল হক ও ববিতাকে মদন থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত মাজাহারুল, আব্দুল হেলিম, আমিন ভূইয়া, স্বপন ভূইয়া, বিদ্যা মিয়া, শাহজাহান, রুবেল, নেহারা, রিমা, সাফায়েত, জজ মিয়া, মদন, কামরুল, রানা, বাচ্চু কামাল, রোপন, ফারুক, শাহানা, জ্যোস্না ও অলিকে পাশের উপজেলায় তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সলিম উদ্দিন, শাপলা, সেলিম, ডিপজল, দেলোয়ার, জেসমিন, জয়নাল, এমদাদুল, সোহাগ, অজন্তা ও অন্তঃসত্ত্বা সাকিয়া স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী জানান, আলমশ্রী গ্রামের বেবুল মিয়া ও কামরুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও লুটপাট চলছে। এসব ঘটনায় ১৫/২০টি মামলাও হয়েছে। এসবের জের ধরে বুধবার সকালে কামরুল গ্রুপের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিবুল গ্রুপের হায়দার মিয়ার বাড়িতে হামলা চালালে দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হায়দারের স্ত্রী রাকিবা আক্তার জানান, কামরুল গ্রুপের লোকজন আমাদের চারজনের ঘর ও বাজারের ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে। আমাদের টাকা ও মালামাল নিয়ে যায় তারা।
এ ব্যাপারে মদন থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, আলমশ্রী গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সকালে পুলিশ পাঠনো হয়েছে। তবে এখনো কেউ মামলা করেনি।