ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে মারধর, গ্রেফতার ১

জামালপুরজামালপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রীকে (১৮) বেধড়ক মারধর করেছে জাহাঙ্গীর (৩২) নামে এক বখাটে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের বনপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে বখাটে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।

আহত ছাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মারধরের শিকার ছাত্রী জানান, কলেজ ও কোচিংয়ে যাওয়া-আসার পথে বখাটে জাহাঙ্গীর তাকে টিজ করতো। আজ (মঙ্গলবার) ১১টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে টিজিংয়ের একপর্যায়ে প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে মারতে থাকে জাহাঙ্গীর। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় জাহাঙ্গীরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘ওই ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে শহরের খোশমহল এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।