সাংবাদিক মনজুর ওপর হামলা মামলায় ৮ আসামি কারাগারে





জামিন নামঞ্জুর করে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছেজামালপুরে সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ জুন) দুপুরে জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে; শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলায়মান কবীর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, মোস্তফা মনজুর দায়ের করা মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ ৯ আসামি গত ৩০ মে আদালত থেকে জামিন নিয়ে মনজুসহ জেলার সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। গত ১ জুন ও ২ জুন মামলার বাদীসহ ৪৮ জন সাংবাদিক নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন। একইসঙ্গে গত রবিবার মামলার বাদী তার আইনজীবী মো. শাসছুল হকের মাধ্যমে জামালপুর সদর আমলি আদালতে আসামিদের জামিন বাতিলের আবেদন জানান। আবেদন মঞ্জুর করে বিচারক সোলায়মান কবীর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী আরও জানান, গ্রেফতারি পরোয়ানা জারির চার দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারে না। পরে বুধবার মামলাটির ৫ নম্বর আসামি রাকিব খান বাদে বাকি আট জন সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবী আমান উল্লাহ আকাশের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আদেশ বাতিল ও জামিনের আবেদন করেন। এ সময় বাদী পক্ষের আইনজীবীসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের জামিনে আপত্তি জানান। শুনানি শেষে বিচারক সোলায়মান কবীর জামিন আবেদন নামঞ্জুর করে পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আসামিদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে নেওয়া অন্য সাত আসামি হলেন—জামালপুর শহরের পাথালিয়া এলাকার মো. উকিল মিয়া, দেওয়ানপাড়া এলাকার তুহিন খান, স্বজন খান, সিদ্দিক মণ্ডল ও আলমগীর বাচু এবং দলিল লেখক হাবিবুর রহমান ও তুষার খান।

জামালপুর কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাদের মিয়া বাংলা ট্রবিউিনকে বলেন, ‘আদালতের আদেশের পর প্রধান আসামি হাসানুজ্জামান খান রুনুসহ আট আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুরের ওপর সন্ত্রাসীরা হামলা করে। ওইদিন রাতেই পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ ৯ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন মনজু। ঘটনার পর থেকে হামলাকারীদের শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।