‘আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৭৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার’

বক্তব্য রাখছেন আশরাফ আলী খান খসরু (ছবি– প্রতিনিধি)

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। কৃষি বিপ্লব ঘটানোর জন্য সরকার কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে। বিশেষ করে, আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৭৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার।’ এসময় অল্প জমিতে বেশি করে কীভাবে ফসল উৎপাদন করা যায়, তার জন্য সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে জিংকসমৃদ্ধ ব্রিধান-৭৪ চাষাবাদের  কলাকৌশল নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রকাশ গণ-উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আ শ ম আমানুল হাসান তাইমুরের সভাপতিত্বে নাজনীন ইসলামের পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, ময়মনসিংহ জেলা প্রত্যয়ন অফিসার মো. খন্দকার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।