আয়শা নামে শিশুটির মা নাজমা বলেন, ‘ঢাকার সায়েদাবাদে মিরাজ আলীর সঙ্গে আমার বিয়ে হয়। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা হলে স্বামী মারা যান। এই অবস্থায় ভিক্ষা করতে জামালপুর এলে গত ২০ অক্টোবর একটি কন্যা শিশুর জন্ম হয়। এ সময় হাসপাতালে পরিচয় হয় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুল হানিফের স্ত্রী ফাহিমা বেগমের সঙ্গে। ২৭ অক্টোবর তার বাড়িতে আমি আশ্রয় নিই। তিনি আমার বাচ্চাকে বিক্রির প্রস্তাব দেন। পরে আমি ওই বাড়ি থেকে ২০ হাজার টাকায় পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের সাইফুল ও মারুফা নিঃসন্তান দম্পত্তির কাছে আমার শিশু সন্তানকে বিক্রি করি।’
এ বিষয়ে জানতে চাইলে মারুফা বলেন, ‘শিশু আয়শা ও তার মা নাজমার আশ্রিতা ফাহিমার বাড়ি থেকে ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে নিয়ে এসেছি।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মন্টু মিয়া বলেন, ‘সহায়-সম্বলহীন নাজমার জীবন-যাপন ও চিকিৎসার নিশ্চয়তা না থাকায় ১১ দিনের শিশুকে বিক্রি করেছেন।’