সরকারি চাল জব্দ: ডিলার-শ্রমিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সরকারী চালসহ আটক পাঁচ জন

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় ৪০ বস্তা (৬০ মণ) চাল জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়াও সরকারি সিল দেওয়া ৮০টি খালি বস্তা ও একটি ট্রাকসহ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত বারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে ডিলারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের টহল দল নন্নী বাজার এলাকায় যায়। এসময় তারা কালোবাজারে বিক্রির জন্য রাখা ট্রাকভর্তি চাল দেখে চ্যালেঞ্জ করে। পরে ওই ট্রাক থেকে ডিলার ফিরোজ চৌধুরীর মালিকানাধীন ৪০ বস্তা চাল পাওয়া যায়। কিন্তু বস্তাগুলোতে সরকারের সিল না থাকায় পুলিশ ডিলারের গুদামে অভিযান চালায়। পুলিশ গুদাম থেকে সরকারি সিল দেওয়া ৮০টি খালি বস্তা জব্দ করে। রাতেই চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৬০৫), চালক ও শ্রমিকসহ ৫ জনকে আটক করে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে পলাতক ডিলার ফিরোজ চৌধুরী, ট্রাক চালক মতিন মিয়া (৩৩), শ্রমিক জহুরুল মিয়া (৪২), জুয়েল মিয়া (৩৪), আনিস মিয়া (৩৪) ও মিস্টারের (৩৬) বিরুদ্ধে  মামলা দায়ের করেন।

শেরেপুর ডিবি পুলিশের ওসি মুখলেছুর রহমান জানান, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ফিরোজ চৌধুরিকে গ্রেফতারে চেষ্টা চলছে।