হাঁস নিয়ে দ্বন্দ্বে গেলো প্রাণ

নেত্রকোনা

নেত্রকোনার খালিয়াজুরীতে হাঁসের খাবার স্থান দখলকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের আঘাতে রফিকুল ইসলাম রুহু মিয়া (৪৮) নামে একজন মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুহু মিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাদ্রাসার পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাঁসের খাবার স্থান দখলকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কৃষ্ণপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাকের (৩৮) সঙ্গে রুহু মিয়ার ঝগড়া হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রুহু মিয়াকে বেধড়ক মারধর করেন আব্দুর রাজ্জাক, তার ছেলে ও আত্মীয়স্বজনরা। গুরুতর আহত রুহু মিয়াকে প্রথমে সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৬ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহু মিয়া মারা যান।

এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।