সরিষাবাড়ীর ‘জল্লাদ সিদ্দিকে’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

 

আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক আলবদর ওরফে জল্লাদ সিদ্দিকজামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক আলবদর ওরফে জল্লাদ সিদ্দিকের (৬৮) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আব্দুল বারী সোমবার (১৮ নভম্বর) এই তথ্য নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ নভেম্বর মামলাটি স্থানান্তর করা হয়।

আব্দুল বারী জানান, জল্লাদ সিদ্দিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ে করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যস্ত করেছেন। ট্রাইব্যুনাল পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।

ইজারাপাড়া (গোনারপাড়া) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে ১৪ অক্টোবর সরিষাবাড়ী সিআর আমলী আদালতে মামলাটি (নম্বর ৩১৩ (১) ২০১৯)দায়ের করেন। মামলায় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, আট জন মুক্তিযোদ্ধা ও জল্লাদ সিদ্দিকের ভাই আব্দুর রশিদসহ মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।