২ করোনা রোগী শনাক্ত, স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৪৫ বাড়ি লকডাউন


শেরপুর

শেরপুরে দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা দু’জনই নারী। একজনের বয়স ৩৮ বছর, অপজনের ৫০। এদের মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করতেন। তাদের শেরপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

করোনা রোগী শনাক্তের পর শ্রীবরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিবিড় ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫টি বাড়ি, নালিতাবাড়ি উপজেলার নন্নী ও সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামের ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করা  হয়েছে। একইসঙ্গে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।



শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গের কারণে শনিবার (৪ এপ্রিল) এই দু’জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার (৫ এপ্রিল) রাতে পাঠানো তাদের পরীক্ষার রিপোর্টের মধ্যে ওই দুই নারীর রিপোর্ট পজেটিভ আসে। উভয়ের বাড়ির অন্য সদস্যদের আপাতত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার জন্য তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।