শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার

Screenshot_20200509_110139ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী শাওনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ( ৯ মে) সকাল সাতটার দিকে মহানগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালায় র‌্যাব-১৪। এই সময় ইয়াসিন আরাফাত শাওনসহ সাত জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার এএসপি তফিকুল আলম। তিনি জানান, সকালে নগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, মাদক এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী শাওনকে গ্রেফতার করা হয়। এই সময় তার সঙ্গে থাকা আরও ছয় জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করবে র‌্যাব। সেখানে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।