করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহকরোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর সূর্যকান্ত (এসকে) হাসপাতালে কামরুল হুদা শাকের (৪৬) নামে শিক্ষক মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল হুদা শাকের জেলার ত্রিশাল উপজেলার ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (৫ জুন) রাতে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হয়ে শনিবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুর পর তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে ফলাফল পাওয়ার পরেই পরিবারের সঙ্গে কথা বলে মৃতদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।