র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সদস্য গ্রেফতার

FB_IMG_1596203038403ময়মনসিংহে জেএমবি’র (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৫টার দিকে নগরীর চরপড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৪ ময়মনসিংহ।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি তফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, মুক্তাগাছার আনাম আলী (৩৮) ও ইউসুফ আলী ওরফে লাল চান (৩৫)। তারা বিভিন্ন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।

তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজেদেরকে জেএমবি’র সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিতো। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করতো। তারা বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক তালিম করতো।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে তহবিল সংগ্রহ করতো। তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল।