নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ট্রলার ডুবি


নেত্রকোনার কলামাকান্দা গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

নেত্রকোনার কলামাকান্দা গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার তৎপরতায় নদী ও তার তীরবর্তী আশপাশের এলাকার ৫ কিলোমিটার অংশ জুড়ে অনুসন্ধান চালাচ্ছে ফায়ার স্টেশনের ডুবুরি দল। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মুহাম্মাদ সাইদুল্লাহর নেতৃত্বে উদ্ধারকারী দলটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখনও পর্যন্ত নিখোঁজ কোনও মরদেহ উদ্ধার করতে পারেনি তারা।
এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় ৫ জনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে- বালুবাহী নৌকার চালক সোহাগ মিয়া (৩৫), সহযোগী জাফর আলী (৩২), বাপন মিয়া (১৯), বাদল মিয়া (৪৫) ও আবাদুল (২২)।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম জানান, নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল নদীতে কাজ করে যাচ্ছে। নৌকা ডুবির ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।