রফিকুল ইসলাম মাদানীর নিঃশর্ত মুক্তি চায় পরিবার

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে ইসলামি বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

নিজ বাড়ি থেকে র‌্যাব পরিচয়ে আটকের পর তার নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে হেফাজত ইসলাম নেত্রকোনা জেলা শাখা ও তার পরিবারের সদস্যরা।


“রাষ্ট্রবিরোধী উসকানি: রফিকুল ইসলাম মাদানী ফের আটক”

বুধবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ক্যান্টিনে তাৎক্ষণিকভাবে ডাকা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আটক রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়া, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল কাইয়ুমসহ তার রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাজহারুল ইমলাম, মুফতি খুবায়েদ কাসেমি, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিমসহ অন্যরা।

রফিকুল ইসলাম মাদানীর ভাই রমজান মিয়া বলেন, কালো পোশাকের একদল র‌্যাব সদস্য রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়িতে এসে তাকে ধরে নিয়ে যায়। এসময় রফিকুল ইসলামের ভাতিজাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।

এসময় হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আমরা এই আটকের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই। পরে তারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।