ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বাকি তিন জনের করোনার উপসর্গ আছে এবং তাদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

মারা যাওয়া পাঁচ জনের দুজন হলেন ময়মনসিংহ মহানগরীর আমলাপাড়ার রেনু দে (৬৭) এবং জামালপুরের বাগেরহাটার মাহমুদ আলম (৬০)। তাদের দুই জনেরই রিপোর্ট পজিটিভ। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জন হলেন ময়মনসিংহ সদরের পুষ্প রানী (৬৫), টাঙ্গাইলের মধুপুরে রোজী আক্তার (৪৫) এবং ময়মনসিংহ সদরের মোতালেব হোসেন (৮৫)।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, মারা যাওয়াদের মধ্যে চার জন আইসিইউতে এবং একজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, হাসপাতালটির করোনা ইউনিটে এখন রোগী ভর্তি আছেন ১৫৫ জন। এর মধ্যে ৯ জন আইসিইউতে।

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।