ময়মনসিংহের করোনা ইউনিটে বেড়েছে ৩ আইসিইউ বেড

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে রোগী বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-আইসিইউতে তিনটি বেড বাড়ানো হয়েছে। এ নিয়ে বর্তমানে আইসিইউতে করোনা রোগীদের জন্য বেড সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। বেড বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ে ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান।

তিনি বলেন, প্রতিদিনে হাসপাতলে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে। ক্রিটিক্যাল রোগীদের দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। রোগীর চাপ বেড়ে যাওয়ায় প্রতিদিন আইসিইউতে বেড ফাঁকা থাকে না। রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার উদ্যোগ নেয়।

তিনি আরও জানান, বর্তমানে করোনা পজিটিভ ও সন্দেহভাজন মিলে মোট ১৬০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সন্দেহভাজন দুই রোগী মারা গেছেন বলেও জানান তিনি।