লকডাউনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের সরকারি সহায়তা

নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের মাঝে সরকারিভাবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রায় ৫শ’ করোনা ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।