ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি ও দোকানের ভেতরে পানি

ভারী বৃষ্টিতে ময়মনসিংহ মহানগরীর অলিগলি, হাটবাজার, বাসাবাড়ি ও দোকানের ভেতরে পানি ঢুকেছে। মঙ্গলবার (০১ জুন) ভোররাত থেকে একটানা সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক বেয়ে বাসাবাড়িতে ঢুকে যায় পানি।

মহানগরের চরপাড়ার কপিখেত এলাকায় দেখা যায়, অলিগলির রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দোকান ও বাসাবাড়ির ভেতরে পানি থৈ থৈ করছে। মানুষ বাসা থেকে বের হতে পারছে না।

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান জানান, ফজরের নামাজের আগ থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত একটানা বৃষ্টিতে অলিগলি, রাস্তাঘাটসহ বাসাবাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে। পানির কারণে বাসা বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ। পড়েছে চরম বিপাকে। খাল খনন এবং সরু ড্রেনে পানি চলাচল না করায় নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নেমে যেতে সারা দিন লাগবে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খননকাজ শেষ হলেই মহানগরীর জলাবদ্ধতার সমস্যা দূর হয়ে যাবে।