ময়মনসিংহ মেডিক্যালে ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আবারও বেড়েছে মৃত্যু। ৮ জন করোনা পজিটিভসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহের তারাকান্দার শাহিদা (৩৮), সদরের নাসির উদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), অপর্ণা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), কিশোরগঞ্জের ভৈরবের আকলিমা (৪৯), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫) ও জামালপুরের বকশিগঞ্জের রোকেয়া (৬০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের মুক্তাগাছার সোহরাব (৬৫), ফুলবাড়িয়ার পারভিন (৩৫), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সদরের আব্দুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম (৭০), সদরের জেসমিন আক্তার (৬৩), ফুলবাড়িয়ার আছিয়া (৪৫), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫), ও  গাজীপুরের শ্রীপুরের শিল্পী (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১১ হাজার ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮ জন।