ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্য হয়েছে। তাদের মধ্যে আট জন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের জোবেদা (৯০), বাহার (৫০), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল (৬৫), মোসলেম উদ্দিন (৫৭), শেরপুর সদরের রহিমা (৪০), নেত্রকোনার বারহাট্টার মালেকা (৪৫) ও জামালপুর সদরের রফিকুল (৭২)।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—টাঙ্গাইল সদরের মনি (৫৫), মধুপুরের জহর আলী (৮০), ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দার আব্দুল খালেক (৬০), ফুলপুরের সোলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৮), নেত্রকোনা সদরের রবিউল (৮০), জামালপুরের ইসলামপুরের আবুল খায়ের (৬০) ও সদরের জোবেদা (৪৫)।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৩৩ জনের। আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬৫ জন।