ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় নয় ও উপসর্গে ১২ জন মারা গেছেন। রবিবার (১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের নাজমা (৭০), নুরজাহান (৬৫), আব্দুর রউফ (৬৫) মুক্তাগাছার সালমা (৪২), ত্রিশালের সুলতান (৭২), গৌরীপুরের মতিউর (৭০), গাজীপুরের শ্রীপুরের খোদেজা (৫০), টাঙ্গাইলের ঘাটাইলের মোশারফ (৫২) ও মধুপুরের আব্দুল হামিদ (৫২) ।
করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মোবারক (৭০), শিরিন (৫৫), হামিদা (৭০), নাজমা (৫০), নান্দাইলের আব্দুল জব্বার (৮০), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৫৯), জহির (৩৩), ত্রিশালের লাভলী (৫৫), মুক্তাগাছার মাহফুজুল (৬৯), নুরজাহান (৮০), জামালপুরের সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জৈনুদ্দিন (৩৩)।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫২৮
জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২ জনের। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৩ জন।