দুই নবজাতকের করোনা পজিটিভ

করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে দুই নবজাতক। এদের একজনের বয়স ১৪ ও অন্যজনের ২৩ দিন। বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান চিকিৎসক নজরুল ইসলাম। 

তিনি বলেন, সকালে জ্বর নিয়ে ময়মনসিংহের তারাকান্দা থেকে লিটন ও রানু দম্পতির ১৪ দিন বয়সী নবজাতককে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজিটিভ ধরা পড়ে। বাড়িতে নরমাল ডেলিভারিতে ওই নবজাতকের জন্ম হয়। তিন দিন ধরে জ্বরে আক্রান্ত থাকায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নবজাতকের বাবা ও মাকে করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে নবজাতক সুস্থ আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চিকিৎসক নজরুল ইসলাম আরও বলেন, এর আগে ৩১ জুলাই সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে মানিক ও নিলুফা দম্পতির ২০ দিন বয়সী নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন অ্যান্টিজেন পরীক্ষায় ওই নবজাতকের করোনা শনাক্ত হয়। বর্তমানে নবজাতক সুস্থ আছে এবং তার চিকিৎসা চলছে। 

তিনি বলেন, এর আগে আরও নয় শিশুর করোনা ধরা পড়েছিল। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।