আসল মোড়কে নকল শ্যাম্পু তৈরি করতো তারা

জামালপুরের দেওয়ানগঞ্জে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ সাত জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

তারা হলেন- কুষ্টিয়া সদরের হরিপুর শালদাহ এলাকার নিজাম শেখের ছেলে মিজানুর রহমান রিপন (১৯), নিয়াজ উদ্দিনের ছেলে আকাশ ইসলাম (২০), হেদায়েত ইসলামের ছেলে মামুন ইসলাম (২১), মৃত রিজু আহম্মেদের ছেলে সাজিদ ইসলাম (২৫), হরিপুর ফরাজিপাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩২), হরিপুর নদীরকূল এলাকার খয়ের আলী খৈয়ের ছেলে বাবুল হোসেন ডাবলু ও যশোর সদরের খোলাডাঙ্গা এলাকার মৃত মুসলেম শেখের ছেলে মনির উদ্দিন (৫২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, উপজেলার চরভবসুর ঠুটাপাড়া এলাকায় ঝনুক খলিফার ছেলে ফুল মিয়ার একটি টিনের ঘর ভাড়া নিয়ে কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে নকল প্রসাধনী মোড়কজাত করে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায় ডিবি। এ সময় নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নকল সানসিল্ক, ডাব, পেনটিন ও ক্লিয়ার শ্যাম্পু, গৌরী ও বেটনোভেট স্কিন ফেয়ার ক্রিমসহ প্রায় দেড় লাখ টাকার নকল প্রসাধনী জব্দ এবং সাত জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।