ময়মনসিংহ মেডিক্যালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিন জন ও জামালপুরের একজন রোগী রয়েছেন। এদের মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৫ জন মারা গেলেন। তবে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে হাসপাতালটিতে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান আরও জানান, করোনা ইউনিটে নতুন ছয় জন ভর্তিসহ মোট ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাত জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৮০ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন।