আ.লীগ নেত্রীর ছবি ফেসবুকে পোস্ট করায় নারী গ্রেফতার

ময়মনসিংহ জেলা মহিলা লীগ নেত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জোসিদা খাতুন কোহিনুর (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (১৭ নভেম্বর) বিকালে মহানগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। 

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, জোসিদা খাতুনকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মামলার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ফেসবুক অ্যাক্টিভিস্ট উৎপল কর, জোসিদা খাতুন ও সঞ্জীব ইসলাম নিজ আইডি থেকে অসৎ উদ্দেশ্যে ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেছেন। তারা আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার ও তার বোন লুৎফুন্নাহার লাকীর ছবি এডিট করে এবং মানহানিকার তথ্য প্রকাশ ও প্রচার করে দেশের সার্বিক আইন-শৃখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ফেসবুকে আপলোড করেন।

এ ঘটনায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার বাদী হয়ে গত ২১ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিন জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলায় তিন আসামির মধ্যে জোসিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে জানান সুলতান মাহমুদ।