জামালপুরের এসপির প্রত্যাহার চেয়ে আমরণ অনশনের ঘোষণা

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে অষ্টম দিনের মতো মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

শনিবার বেলা ১১টার দিকে শহরের বকুলতলা চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সমাবেশ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে পুলিশ সুপার নাছির উদ্দিনের প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ আলী রবিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে আমরণ অনশনের ঘোষণা দেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে ‘পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি’ দেন। এরপর আন্দোলনে নামেন সাংবাদিকরা।