৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

করোনার কারণে দুই বছর হজ পালনে বাধ্যবাধকতা থাকলেও এবার পরিস্থিতি বদলেছে। যে কারণে এবার সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজের সুযোগ পাবেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, এ বছর বাংলাদেশ থেকে হজ পালনে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে যেতে পারবেন। সৌদি সরকার জানিয়েছে, এ বছর সারাবিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাবে। 

জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে বুধবার (১৩ এপ্রিল) প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, অটোমেশন পদ্ধতিতে হজ যাত্রীগণ পর্যায়ক্রমে সুযোগ পাবেন। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থপনার জন্য সরকারের সব প্রস্ততি রয়েছে।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।