উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। এই মুহূর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা উচিত নয় কারও। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। তবে দেশের উন্নয়নের স্বার্থে আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।

শনিবার (০৭ মে) জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যা কল্পনাও করতে পারি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করে দেখান। এজন্য দেশের এত উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এই উন্নয়ন অব্যাহত থাকবে।’

বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। 

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, আগামী মাসেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আমরা টানেল নির্মাণ করেছি; যা দেশের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ। আমরা যমুনা নদীর ওপর আরও একটি সেতু নির্মাণের পরিকল্পনা করেছি। অদূর ভবিষ্যতে জামালপুরে ব্রিজ হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুনন্নাহার শেফা।