ট্রেনে কাটা পড়ে পল্লী বিদ্যুতের ২ কর্মীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামতলা মোড় রেল ক্রসিংয়ে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই মোটরসাইকেল আরোহী হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনাকোষা গ্রামের আমজাদ হোসেনের ছেলে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপার আলী হাসান (৩৫) ও সরিষাবাড়ী ডুয়েল বিল পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে পল্লী বিদ্যুতের মিস্ত্রী সুলতান আহমেদ (৩৫)।

সরিষাবাড়ী জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুল হক খান জানান, মৃত দুই জন সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে জামতলা মোড় রেল ক্রসিংয়ে এলে ঢাকা থেকে ছেড়ে আসা ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই জন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন ৩টা ৫০ মিনিটের দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।