নির্বাচনের আগে সরকারকে সরতে হবে এটা বৈধ দাবি নয়: পরিকল্পনামন্ত্রী

বিএনপির প্রতি ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাচনের আগে সরকারকে সরে যেতে হবে এটা কোনও বৈধ দাবি নয়। গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে বিশ্বের অন্যান্য দেশে যেভাবে গণতান্ত্রিক চর্চা হয় সব রাজনৈতিক দলকে সেভাবেই করতে হবে। সাংবিধানিক পদের বাইরে নির্বাচনের কোনও সুযোগ নেই এবং তা গ্রহণযোগ্য হবে না।’

সোমবার (৯ মে) বিকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহ গণনা বিষয়ক কর্মশালা ও পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই কর্মশালার আয়োজন করে। চলতি বছরের ১৫ থেকে ২১ জুন জনশুমারি ও গৃহ গণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।