স্পিরিট পানে ২ জনের মৃত্যুর অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্পিরিট পানে দুই জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘুরিয়া ঠনঠনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ঠনঠনিয়া গ্রামের হাফিজুর রহমান (৭৫) এবং একই এলাকার এহসান আলী (৩৫)।

স্থানীয়রা জানান, স্পিরিট পান করে বাড়িতে যাওয়ার পর রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন হাফিজুর ও এহসান। স্বজনরা দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।

চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আমীন জানান, ‌‘ওই দুই জন নিয়মিত হোমিও দোকান থেকে স্পিরিট কিনে পান করতেন। এ বিষয়ে স্থানীয় হোমিও ফার্মেসির মালিকদের কয়েকবার সতর্ক করা হয়েছে। তারপরও তারা স্পিরিট বিক্রি করেন।’

মাদারগঞ্জ থানার (ওসি) ইনচার্জ মাহবুবুল হক জানান, স্বজনদের দাবি, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।