স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

নেত্রকোনায় স্ত্রী ঝুমা রানী দাসকে (২৫) হত্যার দায়ে স্বামী বীরবল চৌহানের (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ জুন) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বীরবল চৌহান সদর উপজেলার চল্লিশা বাজার এলাকার রাম সিংহ চৌহানের ছেলে এবং জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা বীরবল চৌহানের সঙ্গে স্ত্রী ঝুমা রানী দাসের পারিবারিক কলহ ছিল। এর জের ধরে ২০১৮ সনের ২৯ নভেম্বর দুপুরে ঝালমুড়ির দোকানের পেঁয়াজ কাটার ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। ওই দিনই নিহতের মা হেনা রানী দাস বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান দিলে বিচারক উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।

আদালতের সরকার পক্ষে ছিলেন কৌঁসুলি ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ ও কমলেশ চৌধুরী এবং আসামি পক্ষে ছিলেন দিলুয়ারা বেগম।