চুরির কথা বলে দেওয়ায় হত্যা, ৩ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহে তাইজ উদ্দিন নামে যুবককে গলা টিপে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল সোহরাব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের অহিদ মিয়া, মজনু মিয়া ও কোনপাড়ার মোবারক হোসেন। তাদের মধ্যে মোবারক জামিনে মুক্তির পর আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ এপ্রিল সাখুয়া গ্রামের তাইজ উদ্দিন, অহিদ, মজনু ও মোবারক একটি ছাগল চুরি করে বিক্রি করে। চুরির কথা বলে দেওয়ায় তাইজকে গালাগালি করে অন্যরা। ওই বছরের ৮ এপ্রিল তাকে গলাটিপে হত্যার পর কোনাবাড়ি কালভার্টের নিচে লাশ গুম করে আসামিরা। তিন দিন পর শিয়াল-কুকুরে লাশ টেনে বের করলে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

প্রাথমিক তদন্ত ও আসামিদের সন্দেহাতীতভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, তার হত্যার কথা স্বীকার করে। পরে তারা জামিন নেয়। দীর্ঘ শুনানির পর ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তিন আসামিকে কারাদন্ড ও প্রত্যেকের দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মা সের কারাদণ্ড দেওয়া হয়ছে।

মঙ্গলবার রায় ধার্যের দিন আসামিদের মধ্যে অহিদ ও মজনু আদালতে উপস্থিত ছিল। মোবারক উপস্থিত না থাকায় জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।