X
রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা: ৯ বছর পর কারাগারে ‘ডিসকো সাত্তার’

খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১০:০১আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:০৪

খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার ওরফে ডিসকো সাত্তার ৯ বছর পর কারাগারে গেছেন। তাকে কারাগারে প্রেরণ করেছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম।

সোমবার (১৬ জুন) ডিসকো সাত্তার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

হত্যাকাণ্ডের পর ২০ বছর ধরে ডিসকো সাত্তার পলাতক ছিল। আর রায় ঘোষণার ৯ বছর পর সাত্তার আদালতে আত্মসমর্পণ করলেন। সাত্তার ওরফে ডিসকো সাত্তার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা নুর মোহাম্মাদ ওরফে নুরুর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাব থেকে বাড়ি যাওয়ার পথে মির্জাপুর সংযোগস্থলে মানিক সাহাকে কতিপয় সন্ত্রাসী বোমা নিক্ষেপ করে হত্যা করে। দীর্ঘ এক যুগ পর বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালে আদালত এ হত্যা মামলায় ৯ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ জন হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম কাসেন ওরফে আকরাম ওরফে বোমfরু আকরাম ওরফে বোমা আকরাম ওরফে ফাটা, আলী আকবর সিকদার ওরফে শাওন, ছাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেল্লাল, মিঠুন ওরফে মিটুল, সাকা ওরফে শওকাত হোসেন, সরো ওরফে সরোয়ার হোসেন।

ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম জানান, সোমবার দুপুরের পর আদালতে উপস্থিত হয় ডিসকো সাত্তার। ওকালতনামায় সে উল্লেখ করেছে, জীবন এবং জীবিকার তাগিদে খুলনার বাইরে থাকায় মামলার রায় প্রচারের সময়ে আদালতে উপস্থিত হতে পারেননি এবং রায়ের বিষয়টি অবগত ছিলেন না। বিষয়টি অবগত হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন। শুনানি শেষে আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যার দুদিন পর ১৭ জানুয়ারি খুলনা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
লাল চাঁদ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
মত প্রকাশের জন্য কোনও সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: উপ-প্রেস সচিব
ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
সর্বশেষ খবর
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা?
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা?
মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ৩ নেতা নিহতের দাবি
মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ৩ নেতা নিহতের দাবি
‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ইউল্যাব
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ইউল্যাব
সর্বাধিক পঠিত
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’