নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে মারধরের শিকার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিজের জমিতে গাছ লাগাতে গিয়ে তিন জনকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) উপজেলার পুঠিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সোহরাব আলী। তিনি পুঠিয়ারপাড় গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহরাব আলীর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিকের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সোহরাব আলী তার জমিতে গাছ লাগাতে যান। এ সময় আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ছোট ভাই রেজাউল করিম, স্ত্রী বিবি হাওয়া, মেয়ে শাহিদা পারভীন ময়না, মেয়ে রোকেয়া খাতুন, ছেলে রাজন মিয়া, কেয়ারটেকার আব্দুস সাত্তার সহ আরও কয়েকজনকে নিয়ে গাছ লাগাতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু বক্কর সিদ্দিক দা দিয়ে সোহরাব আলীর কেয়ারটেকার আব্দুর রাজ্জাকের মাথায় আঘাত করেন। সোহরাব ঠেকাতে গেলে তাকে কামড়িয়ে ও পিটিয়ে আহত করে পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেয়। এ ঘটনার ভিডিও ধারণকালে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছাত্র সোহরাব আলীর নাতি জারিফকে মারধর করে। এছাড়া মারধরে বাধা দিতে আসায় স্থানীয় মুনতাজ আলীর গলা টিপে ধরে আবু বক্কর সিদ্দিকের লোকজন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করেছে। তবে কতজন গ্রেফতার হয়েছে সেটা পরে জানানো হবে।