সড়কে জন্ম নেওয়া সেই শিশু জন্ডিসে আক্রান্ত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেওয়া সেই মেয়েশিশু জন্ডিসের আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে রয়েছে রক্তস্বল্পতা ও শ্বাসকষ্ট। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বুধবার (২০ জুলাই) সকালে নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে ভর্তির আগে থেকেই জন্ডিসে আক্রান্ত ছিল। তার রক্তস্বল্পতা দেখা দিয়েছিল ও শ্বাসকষ্ট ছিল। ভর্তির পর থেকেই রক্ত দেওয়া হয়েছে এবং জন্ডিসের কারণে ফটোথেরাপি দেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য গঠিত  মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে জন্ম নেয় মেয়েটি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সে সেখানেই চিকিৎসাধীন ছিল। 

গত সোমবার রাতে তাকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। 

আরও পড়ুন—

ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

বসতঘরের সঙ্গেই সমাহিত তারা