মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-ছেলের হাতাহাতি, ফেরাতে গিয়ে নারীর মৃত্যু

জামালপুরে সরিষাবাড়ীতে মোবাইল ফোন কিনে দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের ফেরাতে গিয়ে মেহেরুন্নেসা (৫০) নামে এক নারী প্রাণ হারান। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেরুন্নেসা ওই এলাকার রইস উদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের কয়েকজন ও পুলিশ জানায়, নিহতের প্রতিবেশী ফরহাদ আলীর ছেলে জিহাদ মিয়া কিছুদিন আগে কোরআনের হাফেজ হয়েছেন। পরে বাবার কাছে একটি মোবাইল ফোন আবদার করেন তিনি। কিন্তু বাবা ফরহাদ আলী ছেলেকে ফোন কিনে দেবে না বলে জানান। এ বিষয়ে নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাদের ফেরাতে গেলে একটি ঢিল এসে মেহেরুন্নেসার বুকে লাগে। ঢিল পড়ার পর তিনি মাটিতে লুটিয়ে পরেন। কিছুক্ষণ পর রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি। এখনও কেউ কোনও মামলাও করেনি। লাশ মর্গে পাঠানো হয়েছে।