নেত্রকোনায় দুর্বৃত্তের হামলায় আহত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর নেতা সুব্রত সাংমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা সুব্রত সাংসার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। সুব্রত সাংমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ করে এলাকাবাসী। স্থানীয়রা দুর্গাপুরে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। দুর্গাপুর পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এছাড়া বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়ালের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। 

পুলিশ জানায়, সুব্রত সাংমা গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা আব্দুল আওয়ালের কাছে পরাজিত হন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ালের সাথে তার দ্বন্দ্ব চলছিল। তার ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা আব্দুল আওয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়।

সুব্রত সাংমার বড় ভাই জানান, তার ভাই (সুব্রত সাংমা) আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ও এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। রাতেই (শনিবার) সুব্রতর  মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আনা হবে ও আগামীকাল দুর্গাপুর কুল্লাগরা নিজ বাড়িতে সমাহিত করা হবে বলে জানান তার বড় ভাই।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম জুয়েল জানান, সুব্রত সাংমার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।