‘দুর্যোগ না এলে ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন’

বাংলাদেশ থেকে এবার এক লাখ ৩০ থেকে ৪০ হাজার মানুষ হজে যাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেছেন, ‘যদি দুর্যোগ না আসে তাহলে ৬৫ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তারাও হজে যেতে পারবেন। বাংলাদেশে যে ইমিগ্রেশন করা হচ্ছে, এটি দিয়েই হজ শেষ করে সৌদি থেকে ফিরে আসতে পারবেন।’

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুরে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদক, সন্ত্রাস, যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামালপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলার সিভিল সার্জন ডা. প্রণব কান্তি দাস ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।