X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম থেকে ৩ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, এবার কমেছে যাত্রী ও ফ্লাইট 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০২৫, ১৩:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৫৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ৩ মে শুরু হচ্ছে ২০২৫ সালের হজ ফ্লাইট। এদিন বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে রওনা হবে। এই ফ্লাইট দিয়েই আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আল মামুন ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম থেকে এবার মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি ফ্লাইট যাবে জেদ্দায় ও বাকি তিনটি মদিনায়। চট্টগ্রাম থেকে প্রায় সাত হাজার হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এর মধ্যে ২০টি ফ্লাইট গিয়েছিল জেদ্দায় ও মাত্র দুটি মদিনায়। এবার যাত্রী সংখ্যা কিছুটা কম হওয়ায় ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোন সূত্র জানিয়েছে, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে সাত হাজার ১০০ জন হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। তবে যাত্রী সংখ্যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা এখন পর্যন্ত প্রায় ছয় হাজার ৩০০ হজযাত্রী চট্টগ্রাম থেকে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে এখনও ঘাটতি রয়ে গেছে।

হাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। ২০২৩ সালে হজ পালনে গিয়েছিলেন ১০ হাজারের কিছু বেশি ধর্মপ্রাণ মুসলমান ও ২০২২ সালে এই সংখ্যা ছিল প্রায় ১২ হাজার।

এদিকে, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, হজে ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়ার ফলে হজযাত্রীর সংখ্যাও কমেছে। গত বছর চট্টগ্রাম থেকে ৮ হাজার নারী-পুরুষ হজে গিয়েছিলেন, কিন্তু এবার সাত হাজার যাত্রীও পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবারও এককভাবে দায়িত্ব পালন করছে। ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ৫৮৯০৬, মৃত বেড়ে ৪১
হজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন, মৃত্যু ৪১
দেশে ফিরলেন ৫৪ হাজার ৩৯৭ জন হাজি, মৃত্যু ৪০ জনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক