বন্য হাতি তাড়াতে গিয়ে পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির পালকে তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন বুনেশ রিছিল (৬৫) নামের এক কৃষক। তিনি উপজেলার কুলাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে বিজয়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিচিলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

স্থানীয় বাসিন্দা নাঈম পাঠান জানান, বুধবার রাত ৯টার দিকে ভারত সীমান্তের ওপার থেকে বিজয়পুর জিরো পয়েন্টে ৪০টির মতো বন্য হাতি প্রবেশ করে। স্থানীয়রা একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির পালকে তাড়াতে বের হন। এ সময় বুনেশ রিছিল একটি হাতির পায়ে চাপা পড়ে আহত হন। তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠান। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিছিল মারা যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিবিরুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বুনেশ রিছিলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘হাতির আক্রমণে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে মরদেহ সৎকারের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে।’