ত্রিশালে দুর্ঘটনা: নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

ময়মনসিংহের ত্রিশালে মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। সোমবার (১৩ মার্চ) বিকালে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রত্যেক পরিবারের হাতে টাকা পৌঁছে দেওয়া হয়। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে জানান, দাফনকাজ করার জন্য ত্রিশালের সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের কাছে ২৫ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, রবিবার (১২ মার্চ) রাত ২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের রাঙ্গামাটি নামক স্থানে মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট এলাকার তোতা মিয়ার স্ত্রী রেজিয়া বেগম, তার ছোট বোন দোলেনা বেগম, শিশু আশিক ও আক্কাস আলী। এ সময় আহত হন আরও সাতজন।