আধা ঘণ্টার ঝড়ে ভেঙে পড়েছে ঘর-গাছ, ফসলেরও ক্ষয়ক্ষতি

নেত্রকোনায় দুই উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বুধবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে জেলার সদর ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া ও খলিশাউর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ ঝড় ও শিলাবৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার ভোর ৫টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়। নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুরের কৃষক সামছু মিয়া বলেন, অল্প সময়ের মধ্যে ব্যাপক ঝড়সহ শিলাবৃষ্টি হয়। আধা ঘণ্টা ধরে চলা এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নারান্দিয়া ইউনিয়নের তুলাবাইন গ্রামের কৃষক লুৎফুর রহমান বলেন, গাছের আমের মুকুল, শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলার বাগান কুমড়াসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান ও শাকসবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিসংখ্যান তৈরি করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে একটু সময় লাগবে।