প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা নিহত

জামালপুরের ইসলামপুরে উঠানে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম সাদেক আলী হুজুর (৭০)। তিনি ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।

শনিবার (১ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে ঘটনাটি ঘটেছে। তিনি ওই গ্রামের বাবর আলী শেখের ছেলে।

এলাকাবাসী জানান, রৌহারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী নিজ উঠানে বৃষ্টিতে জমে থাকা পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী ফুলু মিয়ার ছেলে দুখু (৪২), আরিফ (২৫) ও রুবেল (৩০), হারুনের ছেলে ছোটন (৩০), লাজু (৩৫) ও হযরতের ছেলে মাহমুদুল (২০) তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিলে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর রিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় অভিযুক্তরা বাধা দেয় বলেও অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে বলে জানা গেছে।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।