বিপদসীমার ওপরে উব্দাখালী নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনার কলমাকান্দায় গত চার দিন ধরে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়েছে। এতে উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রবিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদসীমা ৬ দশমিক ৫৫ সেন্টিমিটার।

এছাড়াও উপজেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ও গণেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি, রাস্তাঘাট ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি এসেছে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, কলমাকান্দা-গোবিন্দপুর সড়কের বাউসাম রুমালীর বাড়ি সংলগ্ন এলাকায় সড়কটির কিছু অংশ পানিতে ভেঙে গেছে। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

উপজেলা নিবার্হী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ নিচ্ছি। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।