জামালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদ্য এসএসসি পাস করা রোহান মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জামালপুর পৌর শহরের আলিহারপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, রবিবার সকালের দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, রোহান রবিবার সকালের দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ডেঙ্গু ধরা পড়ে। সোমবার রাতে মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।